মালয়েশিয়ার রাস্তায় কাপড় খুলে পাগলামি প্রবাসীরঃ মালয়েশিয়ার পুচং শহরে নগ্ন এক বাংলাদেশি যান চলাচল আটক দিচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিডিওটি দেখুন নিচে…
বর্তমানে তার মানসিক স্বাস্থ্যের পর্যালোচনা চলছে। রোববার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের কর্মকর্তা ফাইরুস জাফর বলেন, গেল ২৬ নভেম্বর ওই ব্যক্তির বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছে।
ওই লোক একটি লরিতে ওঠছেন, এমনটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন। পুচংয়ের পেকান বাতু এলাকার কামপুং বারু সেতুতে এ ঘটনা ঘটে।