Wed. Jan 26th, 2022

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকরের সাথে বহুল আলোচিত ভিডিও কন্টেন্ট নির্মাতা স্যান্ডি সাহার মালা বদলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে তিনি ভাইরাল বাদাম গানের সাথে নেচেছিলেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যান্ডি সাহার সাথে ভুবন বাদ্যকরের মালাবদলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। স্যান্ডি তার ফেসবুকের ক্যাপশনে লেখেন, ‘আজ থেকে আমি তোমাদের বাদাম কাকিমা, এখন থেকেই বুবু কাঁচা বাদাম আমার কাছেই পাবে।’

ছবিতে দেখা যায়, কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ্যকরের গলায় মালা দিচ্ছেন স্যান্ডি, তাকে জড়িয়ে ধরেছেন ভাইরাল কনটেন্ট নির্মাতা। বিয়ের ঘোষণা দেয়ার পাশাপাশি স্যান্ডি জানিয়েছেন, নিজের ‘সামর্থ্য মত সাহায্যও’ করেছেন ভুবন বাদ্যকরকে।

Leave a Reply

Your email address will not be published.