বৃষ্টি না থাকলেও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত বন্যায় 27 জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। শাহ আলম, ক্লাং, হুলু লাংকাত সহ মালয়েশিয়ার 100 টিরও বেশি এলাকায় এখনো পানি বন্দি অবস্থায় লক্ষ লক্ষ মানুষ আটকে আছে।
বন্যা মোকাবেলায় সরকার অনেক পদক্ষেপ নিলেও অনেক মালয়েশিয়ান অভিযোগ করেছেন যথাসময়ে সরকারি সহায়তা পায়নি তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বন্যার্ত এলাকায় আটকে পড়া বিদেশি শ্রমিকরা। তারা সরকারের সহায়তা না পাওয়ায় দৈনন্দিন খাবার ও পানির সংকট দেখা দিয়েছে।
অনেক শিল্প প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্যার কারণে চালু হয়নি। যে কারণে তারা কাজে ফিরতে পারছে না। এদিকে বন্যা কবলিত শাহ আলম এলাকায় একটি সুপার মার্কেটে গণ চুরির ঘটনায় পুলিশের আটক অভিযান চলায় ঐ এলাকায় অবস্থান করা বাংলাদেশীরা আতঙ্কে আছে। ইতিমধ্যে 7 বাংলাদেশী সহ 31 জনকে আটক করেছে মালয়েশীয় পুলিশ।