তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬৪ টি কেন্দ্রের ( মোট কেন্দ্র ১৯২টি) বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এতে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৯২৬ ভোট এবং হাতি প্রতীক নিয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৭৮ হাজার ৯৬৩ ভোট। ভোট গণনা এখনো চলছে। উল্লেখ্য, নাসিক নির্বাচনের প্রথম দুইবারেও মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী।