বিদেশ যাওয়ার খরচ এতো বেশি কেন? কর্মীদের দায় কতোটুকু ? সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। মিরাজ হোসেন গাজী লাইভ। ভিডিও সৌজন্যে: #PBClive বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…
আরও পড়ুন: মানুষ ভাবে এজেন্সির নামে অভিযোগ করলে তার বিদেশ যাওয়া আর হবে না। তাই নালিশ করার সুযোগ কেউ নেয় না। তবে সরকারের দেয়া শর্ত সবাই ব্যাংক এ জমা দেব।
একজন যাত্রী বিদেশ পৌঁছানো পর্যন্ত যত টাকা খরচ হয়, তার সব কাগজপত্র এজেন্সি ব্যাংক এ জমা দিয়ে তার বিল তুলে নেবেন। তাহলে সরকারের পক্ষ থেকেই নির্ধারিত ১লাখ ৬০হাজার টাকায় হচ্ছে , নাকি ৪ লাখ।
যাত্রীদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নালিশ করব কেন? ব্যাংক থেকে যখন এজেন্সির বিল আটকিয়ে দেয়া হবে, তখন মন্ত্রণালয় অবশ্যই নিশ্চিত হবেন গলদ কার। জানি, এসব হবে না। তাই বাংলাদেশের মানুষের কপাল থেকে এসব সমস্যা দূর হবে না।