ভন্ড কবিরাজের ফাঁদে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…
আরও পড়ুন: ‘ওমিক্রন রোধে আসছে নতুন গাইড লাইন’
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে। এটি প্রতিরোধ করতে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এই সংক্রমণ যাতে দ্রুত বিস্তার লাভ না করতে পারে সে ব্যাপারে করোনা সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে। যা চূড়ান্ত আকারে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ভার্চুয়াল বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অধিদপ্তরের মুখপাত্র এ তথ্য জানান। ডা. নাজমুল বলেন, ‘বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও বিএসএমএমইউয়ের গবেষণায় দেখা গেছে, করোনার ডেল্টা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হচ্ছে।